মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মোংলা বন্দর জেটিতে প্রথমবার ভিড়েছে ৮ মিটার গভীরতার জাহাজ

বাগেরহাট প্রতিনিধি

মোংলা বন্দর জেটিতে প্রথমবার ভিড়েছে ৮ মিটার গভীরতার জাহাজ

বাগেরহাটের মোংলা বন্দরের জেটিতে প্রথমবারের মতো নোঙ্গর করেছে ৮ মিটার গভীরতার একটি বাণিজ্যিক জাহাজ। বন্দরের ৫ নম্বর জেটিতে গতকাল দুপুরে নোঙর করা পানামা পতাকাবাহী ‘এমসিসি টোকিও’ জাহাজটিতে ৩৭৭ টিউজ কনটেইনার রয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, পশুর চ্যানেলের মোংলা বন্দর জেটি এলাকায় নাব্য কম থাকায় এত দিন ৭ থেকে সাড়ে ৭ মিটারের অধিক গভীরতার জাহাজ ভিড়তে পারেনি। ৮ থেকে সাড়ে ৮ কিংবা ৯ মিটার গভীরতার  জাহাজগুলো পণ্য নিয়ে বন্দরের পশুর চ্যানেলের মাঝখানে নোঙরে থেকে অর্ধেক পণ্য খালাসের পর জেটিতে ভিড়ত। বন্দর কর্তৃপক্ষ জেটি সংলগ্ন এলাকা ড্রেজিং করে গভীরতা বাড়ানোর ফলে ৮ মিটার গভীরতার জাহাজটি সহজেই জেটিতে নোঙর করতে পেরেছে।

 

সর্বশেষ খবর