মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পঞ্চগড়ে বাড়ছে শব্দদূষণ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বাড়ছে শব্দদূষণ

উত্তরের জেলা পঞ্চগড়ের শহর এলাকায় বাড়ছে শব্দদূষণ। গ্রামগঞ্জের হাট-বাজারেও বেড়ে যাচ্ছে শব্দদূষণের মাত্রা। ফলে দেখা দিচ্ছে স্বাস্থ্যগত নানা সমস্যা। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে শিশু ও শিক্ষার্থীদের। বয়স্ক ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরাও আরও অসুস্থ হয়ে পড়ছেন। জানা যায়, পঞ্চগড়ে প্রতিনিয়ত বাড়ছে যানবাহন। এসব যানবাহনের চালকরা শব্দদূষণ বিষয়ে সচেতন না থাকায় অযথাই বাজান হর্ন। স্থানীয়রা বলছেন, শব্দদূষণ বেড়ে যাওয়ায় অনেকের কানে সমস্যাসহ নানা রকম অসুখে আক্রান্ত হচ্ছেন। মানুষের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। বাড়ছে রাগসহ নেতিবাচক অনুভূতি। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে শিশু ও শিক্ষার্থীদের। বয়স্ক ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরাও আরও বেশি অসুস্থ হচ্ছেন। হর্নসংক্রান্ত সরকারি নীতিমালা থাকলেও অধিকাংশ চালকই এ বিষয়ে জানেন না। অনেক নাগরিকও এ আইন সম্পর্কে সচেতন নন। কারণে-অকারণে যত্রতত্র হর্ন বাজিয়ে শব্দদূষণ করা হয়। পরিবেশবিষয়ক সংগঠন কারিগরের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, পঞ্চগড়ের শহর ও গ্রামগঞ্জের সড়কে বেড়ে গেছে নানা যানবাহন। এসব যানবাহনে অপরিকল্পিত এবং অস্বাস্থ্যকর হর্ন ব্যবহার করা হচ্ছে। নিয়ম অনুযায়ী ১০০ ডেসিবেল মাত্রার হর্ন বাজানোর কথা থাকলেও চালকরা এ এলাকায় ১২০ থেকে ১৩০ ডেসিবেল মাত্রার হর্ন ব্যবহার করেন। শব্দদূষণ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে জেলা পরিবেশ অধিদফতর। এ কার্যক্রমে উচ্চ শব্দে হর্ন বাজানোর অপরাধে পাঁচজন চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার তেঁতুলিয়া রোডে পরিবেশ অধিদফতরের উচ্চ শব্দ রোধে ক্যাম্পেইন কার্যক্রমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ। পাঁচ চালককে জরিমানা করা ছাড়াও এ সময় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর বিভিন্ন দিক সম্পর্কেও চালানো হয় প্রচারণা। পরিবেশ অধিদফতর পরিচালিত ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিমূলক প্রকল্প’ এর তত্ত্বাবধানে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পঞ্চগড় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক ইউসুফ আলী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর