পাহাড়ে টানা বৃষ্টি। কখনো হালকা, কখনো মাঝারি। আবার কখনো ভারী। যেন থামছেই না এ বৃষ্টি। পাহাড়ে এমন মেঘাচ্ছন্ন আকাশ দেখে শঙ্কার কালো মেঘ জমেছে পাহাড়বাসীর মনে। হতে পারে ধস- রয়েছে এমন আশঙ্কা। তাই বৃষ্টি দেখলেই আশ্রয় কেন্দ্রের সন্ধানে নামে পাহাড়ে আশ্রিতরা। তবে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো চিহ্নিত করে সতর্কতার সাইন বোর্ড লাগিয়েছে রাঙামাটি জেলা প্রশাসক। অন্যদিকে রাঙামাটি আবহাওয়া…