বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বেহাল ভাঙ্গা বাজার সড়ক

ভাঙ্গা প্রতিনিধি

বেহাল ভাঙ্গা বাজার সড়ক

ফরিদপুর জেলার অন্যতম ব্যবসা কেন্দ্র ভাঙ্গা বাজার। প্রতিদিন হাজার হাজার লোকের আগমন ঘটে এ বাজারে। কিন্তু বর্তমানে এ বাজারের প্রধান সমস্যা বাজারের অলিগলির সড়কের বেহাল দশা। বাজারের প্রতিটি সড়কের একাধিক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই কাদা পানিতে একাকার হয়ে যায়। মানুষ জনের চলাচলে ভোগান্তির যেন শেষ নেই। সরজমিনে ভাঙ্গা বাজার ঘুরে দেখা গেছে, শুধু ভাঙ্গা বাজারের নয়, ভাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ভাঙ্গা থানা রোড। এ সড়কটি ভাঙ্গা বাজারে অবস্থিত। এ সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। বৃষ্টি নামলে গুরুত্বপূর্ণ এ সড়কটি চলাচলের একেবারেই অনুপোযোগী হয়ে পড়ে। সড়কটি পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। এ সড়কটি ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে ভাঙ্গা বাজারের ভিতর দিয়ে কুমার নদের ‘শওকত আলী ফকির সেতু’ পর্যন্ত চলে গেছে। ভাঙ্গা বাজারে এ সড়কের সঙ্গেই রয়েছে ভাঙ্গা থানা, ভাঙ্গা ট্রাফিক থানা, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, ভাঙ্গা উপজেলা প্রধান ডাকঘর, উপজেলা ভূমি অফিস, ২ নম্বর সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একাধিক বেসরকারি ক্লিনিক। এ সড়ক দিয়েই ভাঙ্গা উপজেলার কয়েক ইউনিয়নের শিক্ষার্থীরা ভাঙ্গা সরকারি কাজী মাহবুবউল্লাহ কলেজ, ভাঙ্গা মহিলা কলেজে যাতায়াত করে। পাশাপাশি ভাঙ্গা পৌর এলাকার কয়েক গ্রামের শিক্ষার্থীরা এ সড়ক দিয়েই ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাজী শামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া ভাঙ্গা উপজেলা সদরের মাছ, মাংস, কাঁচা বাজার এ সড়কের সঙ্গেই। এ সড়ক দিয়েই ভাঙ্গার আলগী ইউনিয়নের ২০/২৫ গ্রামের লোকজন যাতায়াত করে। পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোকজনও এ সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা। খানা খন্দে ভরা। এ সড়কটুকু অতিক্রম করতে পথচারী ও যান চালকদের ভোগান্তির শেষ নেই। এ সড়কের বাইরেও বাজারের অন্যান্য সড়কেরও বেহাল দশা।

 চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে বাজারের প্রায় প্রতিটি সড়ক। ভাঙ্গা বাজারের একাধিক ব্যবসায়ী জানান, গত ৪/৫ বছর আগে থানা সড়কটি সংস্কার করা হয়। কিন্তু সংস্কার টেকসই হয়নি। এক বছর না যেতেই উপরের আবরণ উঠে যেতে থাকে। আস্তে আস্তে বড় বড় গর্তের সৃষ্টি হয়। গত বছর ইটের খোয়া ফেলে সাময়িক সংস্কার করা হয়েছে। কিন্তু ওই সংস্কারও কোনো কাজে লাগেনি। ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আমির হোসেন বলেন, আমাদের কলেজে যাতায়াতের সময় ভাঙ্গা বাজার হয়েই যেতে হয়। বাজারের সড়ক পার হতে ভোগান্তির শেষ থাকে না। বৃষ্টি হলে গর্তের পানি এসে আমাদের পোশাক নষ্ট করে দেয়। ভ্যান চালক জব্বার মিয়া (৪৮) বলেন, এ সড়কে আসলে আমাদের ভ্যান উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এ সড়কটুকু পার হতে অনেক কষ্ট হয়। ভাঙ্গা বাজারের সাইদা টেইলার্সের মালিক আইয়ুব মুন্সী বলেন, বাজারের রাস্তার যে অবস্থা তাতে দোকানদার ও ক্রেতাদের দুর্ভোগ চরমে। ভাঙ্গা বাজারের ব্যবসায়ী ইমদাদ মুন্সী তার ফেইসবুকে লিখেছেন, ভাঙ্গা বাজারের দুর্ভোগ নিয়ে লিখতে লিখতে আমি ক্লান্ত। ভাঙ্গা নাগরিক সমাজের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুধিন কুমার সরকার বলেন, ভাঙ্গা বাজারের সড়কগুলো একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।  ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি সহিদুল হক মিরু মুন্সী বলেন, ভাঙ্গা বাজারের সড়কের বেহাল অবস্থা আমরা ভাঙ্গা পৌরসভাকে অবহিত করেছি। পৌরসভার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে অচিরেই বাজারের সড়কগুলো সংস্কারসহ পুনঃ নির্মাণ করে দিবেন। ভাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রেজা বলেন, ভাঙ্গা থানা রোডের ব্যাপারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। এ সড়ক সংস্কারের আগে সড়কের সঙ্গে ড্রেন নির্মাণ করা না গেলে সড়কের পানি নিষ্কাশন সম্ভব নয়। ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। এ কাজ শেষ হওয়ার পরেই সড়ক সংস্কারের কাজ শুরু হবে। বাজারের অন্যান্য সড়কও সংস্কার করা হবে।      

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর