বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

৯৯৯-এর ফোনকলে প্রাণে বাঁচলেন আট জেলে

লক্ষ্মীপুর প্রতিনিধি

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলের পর লক্ষ্মীপুরের নৌপুলিশের উদ্ধার অভিযানে প্রাণে বাঁচলেন বরিশালের আট জেলে। গতকাল বিকাল ৫টায় এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ। এর আগে মঙ্গলবার বিকালে মাছ ধরার ট্রলারযোগে সাগর থেকে ফেরার পথে ডুবোচরে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে যায় জেলেদের। পরে রামগতি উপজেলার মেঘনা নদীর চর আবদুল্লাহ থেকে তাদের উদ্ধার করা হয়। তারা হলেন- বরিশালের হিজলা উপজেলার কাউরিয়ার বাসিন্দা ইসমাইল ফরাজী, সাইফুল ফরাজী, ইবরাহিম, সাদ্দাম, রাব্বি, আবদুল, নুরুল ইসলাম ও মো. শুক্কুর। জানা যায়, মঙ্গলবার সকালে সাগর থেকে ট্রলারযোগে ফিরছিলেন আট জেলে। হঠাৎ চর আবদুল্লাহ পৌঁছালে ডুবোচরে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে যায়। তাঁরা চরে আশ্রয় নেন। পরে প্রবল স্রোতের কারণে একটি উদ্ধার নৌকা ছোট হওয়ায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ৯৯৯-এ কল করে অনুরোধ জানান ওই জেলে।

 

সর্বশেষ খবর