বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

জেলা পরিষদ প্রকৌশলীর কার্যালয়ে তালা

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ওমর ফারুকের কক্ষে ১৪ দিন ধরে ঝুলছে তালা। দিনের পর দিন নানা কাজে এসে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে সেবাগ্রহীতা ও ঠিকাদারদের। নাটোর জেলা পরিষদের চলমান সব উন্নয়নকাজও বাধাগ্রস্ত হচ্ছে। সহকারী প্রকৌশলী ওমর ফারুকের অভিযোগ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) সাইদুল ইসলামের চাহিদামতো উৎকোচ দিতে না পারায় তিনিই তালা ঝুলিয়ে দিয়েছেন। সরেজমিন জানা যায়, ওমর ফারুক ২৮ আগস্ট অফিসে এসে দেখেন তাঁর কক্ষে তালা ঝুলছে। খবর নিয়ে জানতে পারেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম এ তালা লাগিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি সাইদুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি ইলেকট্রিশিয়ান ইমরান হোসেনকে দিয়ে তালা ভেঙে নতুন তালা লাগান। ইমরান হোসেন নতুন তালার চাবি ওমর ফারুককে না দিয়ে সাইদুল ইসলামকে দেন। অনেক অনুনয়-বিনয়ের পরও নিজের কক্ষের চাবি পাননি ওমর ফারুক। ১৮ দিন ধরে নিয়মিত অফিসে এলেও কখনো নিজের কক্ষে ঢুকতে পারেননি। কোনো কাজও করতে পারেননি।

সর্বশেষ খবর