শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বালু উত্তোলনে হুমকিতে সেতু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বালু উত্তোলনে হুমকিতে সেতু

বগুড়া সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা সেতুর ২০০ মিটারের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। দুই মাস ধরে চলছে বালু উত্তোলন। এতে ভাঙনের হুমকিতে রয়েছে সেতুটি। প্রশাসন বলছে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। সারিয়াকান্দি উপজেলার কড়িতলা-বগুড়া সড়কের জোড়গাছা সেতুটি বাঙালি নদীর ওপর অবস্থিত। বগুড়া জেলা সদরে প্রবেশের একমাত্র সংযোগ এ সেতু। সারিয়াকান্দি, গাবতলীসহ কয়েকটি উপজেলার যানবাহন চলাচল করে জোড়গাছা হয়ে। দুই মাস ধরে সেতুটির উত্তর দিকে ২০০ মিটার এলাকার মধ্য থেকে তিনটি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ বালু প্রতিট্রাক ২৫০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি করছেন জড়িতরা। দীর্ঘদিন বালু উত্তোলনের ফলে ব্রিজের পাশে দেখা দিয়েছে নদী ভাঙন। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। শিগগিরই অভিযান পরিচালনা করে ড্রেজারগুলো জব্দ করা হবে।

অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই।

সর্বশেষ খবর