শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

খাদ্য কর্মকর্তার নামে দুদকের মামলা

নওগাঁ প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত নওগাঁ জেলা কার্যালয় স্থাপনের পর প্রথম মামলা দায়ের হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকায় পোরশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পরিদর্শক অহিদুল ইসলামের বিরুদ্ধে এ মামলা করা হয়। অহিদুল ইসলামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার চকসিদ্ধেশ্বরী গ্রামে। বর্তমানে নওগাঁ শহরের উকিলপাড়ায় ভিআইপি টাওয়ারে ডি-৯ নাম্বার ফ্ল্যাটে বসবাস করছেন তিনি। গোপন খবরের ভিত্তিতে দুদক অহিদুল ইসলামের সম্পদের হিসাব বিবরণী তলব করে। তার জ্ঞাত আয় হিসেবে ২৯ লাখ টাকা মূল্যের স্থাবর এবং ৩৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে বলে দাখিলকৃত সম্পদ বিবরণীতে উল্লেখ করেন। দুদক অনুসন্ধান চালিয়ে প্রাথমিক পর্যায়ে ৩৯ লাখ ১৭ হাজার ৪১০ টাকা স্থাবর ও ৫৮ লাখ ৮৪ হাজার ২০৭ টাকা অস্থাবর সম্পদে সন্ধান পায়।

সর্বশেষ খবর