শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বাঁশে বিদ্যুৎ সঞ্চালন লাইন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাঁশে বিদ্যুৎ সঞ্চালন লাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের তিতাস নদের পাড়ে বিদ্যুৎ সঞ্চালনের তার নিতে খুঁটির পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।  এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব খুঁটি প্রতিস্থাপনের দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না। যে কোনো সময় নৌকার সঙ্গে তার লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ এই বাঁশের খুঁটির পাশ ও নিচ দিয়ে প্রতিদিন শত শত নৌকা চলাচল করে। সরজমিনে দেখা যায়, উপজেলার পাকশিমুল এলাকার তিতাস নদের উত্তর পাড়ে শুধু বাঁশ দিয়ে টানিয়ে দেওয়া হয়েছে ১১ হাজার ভোল্টেজের এসটি লাইন। তারের ভারে খুঁটির বাঁশগুলো হেলে পড়েছে। নিচ দিয়ে নৌকা চলছে। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির অরুয়াইল সাব-জোনাল অফিস সূত্র জানায়, গত বর্ষার শুরুতেই উপজেলার পাকশিমুল ইউনিয়নের মেঘালয় মাঠ সংলগ্ন তিতাস নদের পাড়ে কয়েকটি বিদ্যুৎ সংযোগ খুঁটি ভেঙে যায়। সেখানে মজবুত খুঁটি না বসিয়ে বাঁশের খুুঁটি পুঁতে লাইন টানা হয়েছে। বর্ষার পানি চলে আসায় বসানো হয়েছে বাঁশ। পানি নেমে গেলে বিদ্যুতের খুঁটি বসানো হবে। স্থানীয়রা জানান, ভরাবর্ষায় ছোট-বড় বিভিন্ন ধরনের নৌকা চলাচল করে খুঁটির নিচ দিয়ে। বাঁশের সঙ্গে নৌকার ধাক্কায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঝুঁকিতে আছেন এলাকার নৌকাচালকরা। অরুয়াইল স্টিলবডি নৌ-মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহান উদ্দিন বলেন, আমরা ওইখান দিয়ে নৌকায় বিভিন্ন মালামাল আনা-নেওয়া করি। একটু ধাক্কা লাগলেই ভেঙে যেতে পারে বাঁশের খুঁটি। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নৌকার মাঝি বাছির মিয়া বলেন, বিদ্যুতের খুঁটিগুলো স্রোতে হেলে পড়লে অনেক লোকের প্রাণহানি ঘটতে পারে। স্থানীয় পাকশিমুল ইউপি চেয়ারম্যান কাউছার হোসেন জানান, এভাবে বাঁশ দিয়ে খুঁটি দেওয়া ঝুঁকিপূর্ণ। পল্লী বিদ্যুৎ ব্রাহ্মণবাড়িয়া শাখা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। সরাইল উপজেলার অরুয়াইল সাব জোনাল অফিসের দায়িত্বে থাকা এজিএম জহিরুল ইসলাম মোল্লা জানান, গত বন্যায় পানির স্রোতে তিতাস পাড়ের তিনটি খুঁটি পড়ে যায়। গ্রাহকরা যাতে বিদ্যুৎ থেকে বঞ্চিত না হন সে জন্য পানির মধ্যে বাঁশের অস্থায়ী টাওয়ার নির্মাণ করে সরবরাহ চালু রেখেছি।

 

সর্বশেষ খবর