শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চাঁদা না পেয়ে অটোরিকশায় আগুন

রাঙামাটি প্রতিনিধি

চাঁদা না পেয়ে সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সকালে রাঙামাটির কাপ্তাই আসামবস্তি সড়কে এ ঘটনা ঘটে। এ সময় চালককে মারধরও করা হয়। জানা গেছে,  আসামবস্তি থেকে যাত্রী নিয়ে সিএনজি চালক কাপ্তাই উপজেলার আগরবাগান সড়কের কাছাকাছি পৌঁছালে ১০-১২ জন যুবক গাড়িটির গতিরোধ করে। গাড়ি থেকে নামিয়ে চালকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে যাত্রী নামিয়ে সিএনজিতে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। এ সময় চালক বাধা দিলে তাকে মারধর করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। তার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।  কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদাৎ হোসেনের নেতৃত্বে একটি দল আগুন নেভায়। ক্ষতিগ্রস্ত সিএনজি চালক কামাল হোসেন জানান, ওরা আমার গাড়ি থামিয়ে মাসিক টোকেন আছে কি না জিজ্ঞেস করে। মাসিক চাঁদা না পেয়ে আমাকে গুলি করতে চাইলে আমি অনুরোধ করি আমাকে প্রাণে না মারতে।  আমার কাছে থাকা ১ হাজার টাকা  দিয়ে দিয়েছি।

কন্তু তবুও তারা আমার গাড়িটি রেহাই দিল না। আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ সময় আমার গাড়িতে দুজন যাত্রী ছিল। কিন্তু যাত্রীদের কিছু করেনি সন্ত্রাসীরা। এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু। তিনি বলেন, রাঙামাটি শহরের থেকে আসামবস্তি সড়ক দিয়ে অটোরিকশা অর্থাৎ সিএনজি দিয়ে কাপ্তাই উপজেলায় যাতায়াত করেন স্থানীয়রা। কিন্তু সন্ত্রাসীদের চাঁদাবাজির জন্য চালকরা জিম্মি হয়ে পড়েছেন। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা চালককে মারধর করে সিএনজিতে আগুন লাগিয়ে দিয়েছে। অবশ্য এ ঘটনা নতুন নয়। কাপ্তাই আসামবস্তি সড়ক সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে। এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রাঙামাটি কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক মো. শাহীনুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। একই সঙ্গে ওই এলাকায় যৌথবাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

সর্বশেষ খবর