শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চার মাসে ২২ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান বন্ধ

দিনাজপুর প্রতিনিধি

অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দিনাজপুরে অভিযান চলছে। গত চার মাসে বন্ধ করা হয়েছে ২২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। বর্তমানে জেলায় লাইসেন্সধারী হাসপাতাল ও ক্লিনিক সংখ্যা ১৬৫। তবে কতটি অবৈধ ক্লিনিক ও হাসপাতাল রয়েছে তার তথ্য দিতে পারেননি বিভিন্ন সময় অভিযান দলে থাকা ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার। অনিবন্ধিত প্রতিষ্ঠানের লাইসেন্স গ্রহণে অগ্রগতি কম। জানা যায়, গত মে মাসে অভিযান শুরুর পর থেকে ৩৩টি হাসপাতাল ও ক্লিনিক এবং ৬০টি ডায়াগনস্টিক সেন্টার তাদের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করে। এটি চলমান প্রক্রিয়া।

এ ছাড়া অনিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্য থেকে দুটি হাসপাতাল ও ক্লিনিক এবং তিনটি ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের জন্য আবেদন করেছে। এ সময় লাইসেন্স ছাড়াই নীতিমালা ভেঙে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। লাইসেন্সসহ মানোন্নয়নে আরও কিছু প্রতিষ্ঠানকে সময় বেঁধে দেওয়া হয়েছে। ডেপুটি সিভিল সার্জন জানান, এ অভিযান চলবে। তবে যারা অবৈধভাবে চলছে তাদের কোনো তালিকা আমাদের কাছে নেই। এসব তালিকা রাখার এখতিয়ারও নেই আমাদের। যেগুলো বৈধ তার সবগুলোর ডকুমেন্ট আছে। উল্লেখ্য, গত মে মাসে সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করে স্বাস্থ্য অধিদফতর। এর অংশ হিসেবে দিনাজপুরেও অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ খবর