রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সড়কে প্রাণ গেল তিন শিক্ষার্থীর

প্রতিদিন ডেস্ক

সড়কে প্রাণ গেল তিন শিক্ষার্থীর

টাঙ্গাইলে নিহত দুই দাখিল পরীক্ষার্থী

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী দুই বন্ধু নিহত হয়েছেন। চট্টগ্রামে টমটম উল্টে মারা গেছে সাকিব নামে এক স্কুলছাত্র। নেত্রকোনায় আহত হয়েছেন সাতজন। প্রতিনিধিদের পাঠানো খবর- টাঙ্গাইল : ঘাটাইল উপজেলার এগারকাহনিয়া গ্রামে গত শুক্রবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম খান (১৫) ও শাকিল খান (১৫) নামে দাখিল পরীক্ষার্থী দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় তাদের অপর বন্ধু রানা মিয়া (১৭) গুরুতর আহত হয়েছেন। নিহত নাঈম ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ও শাকিল খান একই গ্রামের আবদুস সাত্তারের ছেলে। হতাহতরা তিনজনই এবার উপজেলার মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছিলেন। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে তিন বন্ধু মোটরসাইকেলে ছনখোলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আজাদিয়া দাখিল মাদরাসার সামনে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।  চট্টগ্রাম : চট্টগ্রামে টমটম উল্টে সাকিব নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে বাঁশখালীর শিলকুপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব বাঁশখালীর বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। নেত্রকোনা : মদনে পরীক্ষা দিয়ে ইজিবাইকে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে সংঘর্ষে খাদে পড়ে লরি ও ইজিবাইক উল্টে দুই চালকসহ ইজিবাইকের যাত্রী পাঁচ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে নেত্রকোনা-মদন সড়কের বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর