রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

স্বেচ্ছাসেবক লীগের সভা পণ্ড ১০ নেতা-কর্মী আহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা পণ্ড হয়ে গেছে। এ সময় এক পক্ষের হামলায় আহত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন নেতা-কর্মী। গত শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় সাধারণ সম্পাদক সাংগঠনিক রিপোর্ট পেশ করার সময় হট্টগোলের সূত্রপাত। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আহমেদ অভিযোগ করেন, জেলা সভাপতি মোটা অঙ্কের টাকার বিনিময়ে একক স্বাক্ষরে তাড়াইল, কটিয়াদী ও সদর উপজেলা কমিটি অনুমোদন দেন। বর্ধিত সভায় সাংগঠনিক রিপোর্টে এ বিষয়গুলো উত্থাপন করার সময় সভাপতির অনুগতরা হট্টগোল শুরু করে। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় কেন্দ্রীয় নেতারা মঞ্চ ছেড়ে চলে যান। পরে তিনি মঞ্চের বাইরে গেলে সভাপতি ও তার লোকজন তার ওপর হামলা করে বলে অভিযোগ করেন তিনি। জেলা সভাপতি শরীফুল ইসলাম শরীফ জানান, মাগরিবের নামাজ পড়ার জন্য তিনি কেন্দ্রীয় নেতাদের অনুমতি নিয়ে বাইরে চলে গিয়েছিলেন। এ সময় সাধারণ সম্পাদক মঞ্চের বাইরে গিয়ে কর্মীদের প্রতি উসকানিমূলক কথাবার্তা বলায় কথা কাটাকাটি ও দৌড়াদৌড়ি হয়েছে। কটিয়াদী ও তাড়াইলের কমিটি প্রসঙ্গে তিনি জানান, কটিয়াদী উপজেলা কমিটি নূর মোহাম্মদ এমপির স্বাক্ষরিত সুপারিশে এবং তাড়াইলের কমিটি উপজেলা আওয়ামী লীগের কমিটির সুপারিশে করা হয়েছে। আর সদর উপজেলা কমিটি প্রসঙ্গে তিনি বলেন, সদরের কমিটি কেন্দ্র থেকে অনুমোদন আনলেও তাকে সেটা দেখানো হয়নি।

সর্বশেষ খবর