রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পালানোর সময় সাত রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা সাত রোহিঙ্গা নারী-শিশুকে আটক করেছেন স্থানীয়রা। পরে চরজব্বর থানা পুলিশ তাদের ভাসানচরে ফেরত পাঠিয়েছে। আটকা হলেন, ৮৪ নম্বর ক্লাস্টারের এরশাদ উল্লাহ, খোদেজা বেগম, শাহেদ, রোসমিন আক্তার, হাসান, সেতারা বেগম ও তোফায়েল।  চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রিয় দাস ও নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কেরামতপুর বাজার থেকে স্থানীয়রা তাদের আটক করেন। পুলিশ জানায়, সাত রোহিঙ্গা চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে ভাসানচর থেকে দালালের মাধ্যমে পালিয়ে আসেন। দালাল চক্র কৌশলে তাদের সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর বাজারে নামিয়ে দিয়ে সটকে পড়ে।

 স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে এবং ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে জানায়। পরে বিষয়টি থানায় জানানো হয়।

সর্বশেষ খবর