রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পাউবোর পরিত্যক্ত জায়গায় মাদকের আখড়া

দিনাজপুর প্রতিনিধি

পাউবোর পরিত্যক্ত জায়গায় মাদকের আখড়া

বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ীতে পাউবোর সাবেক আঞ্চলিক কার্যালয়

দিনাজপুরের বীরগঞ্জের ঝাড়বাড়ীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পরিত্যক্ত অফিসের জায়গায় রাতে মাদকের আখড়া আর দিনে আড্ডাস্থলে পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, পাকিস্তান আমলে বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ীতে পাউবোর আঞ্চলিক অফিস ছিল। তখন দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় ঘিরে অফিসটি চালু ছিল। বীরগঞ্জ উপজেলা সদরে অফিস হওয়ার পর এ অফিসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেখানকার ভবনগুলো অনেক পুরাতন, জরাজীর্ণ। জানালা-দরজার ভঙ্গুর দশা। গাছ-গাছড়ায় ভরা জায়গাটির চারদিকে সীমানাপ্রাচীর ও গেট না থাকায় অরক্ষিত পড়ে আছে। অফিস ঘরগুলো অযতেœ পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। দেখভালের জন্য কেউ না থাকায় এখন রাতে মাদক, জুয়াসহ অপরাধের আখরায় পরিণত হয় জায়গাটি। পাউবোর দিনাজপুরের সহকারী রাজস্ব কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, বীরগঞ্জের ঝাড়বাড়িতে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত জায়গার পরিমাণ ২-৩ একর হতে পারে। দেখভালের কোনো কর্মচারী ওখানে নেই। পাউবো দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ঝাড়বাড়িতে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত জায়গায় নতুন করে অফিস কলোনি করার জন্য সংশ্লিষ্ট দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর