রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

৭০০ মিটার রাস্তায় দুর্ভোগ ৫০ হাজার মানুষের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৭০০ মিটার রাস্তায় দুর্ভোগ ৫০ হাজার মানুষের

চাঁপাইনবাবগঞ্জ শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে হুজরাপুর পাওয়ার হাউস পর্যন্ত ৭০০ মিটার রাস্তা খারাপ অবস্থার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় ৫০ হাজার মানুষ। রাস্তাটির মালিকানা নিয়ে জেলা পরিষদ ও সড়ক বিভাগের রশি টানাটানি থাকায় ভোগান্তি বেড়েই চলেছে। রাস্তাটির পুরো অংশের পিচ, ইটের সুড়কি উঠে গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার সময় এসব গর্তে বৃষ্টির পানি জমে কাদাপানিতে একাকার হয়ে যায়। আর রোদের সময় পরিণত হয় ধুলার শহরে। পৌরসভা, জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কেউই রাস্তাটির দায় নিতে চায় না। ফলে বছরের পর বছর ধরে অবর্ণনীয় ভোগান্তির শিকার হতে হচ্ছে এই সড়কে যাতায়াতকারী প্রায় ৫০ হাজার মানুষের। জানা যায়, শহরের ব্যস্ততম এলাকা ফায়ার সার্ভিস মোড় থেকে হুজরাপুর মোড় পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য মাত্র ৬০০ থেকে ৭০০ মিটার। সামান্য এটুকু রাস্তা মেরামত হচ্ছে না বছরের পর বছর। সড়কটি ভাঙতে ভাঙতে এখন গর্তে পরিণত হয়েছে।  ওই এলাকায় রয়েছে পাইকারি চালের বাজারসহ বিভিন্ন দোকানপাট। রাস্তার বেহাল দশার কারণে বেশি বিপাকে রয়েছেন ব্যবসায়ীরা। স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক বলেন, রাস্তাটি এ বিভাগের নয়, জেলা পরিষদের। ফলে তারা দেখভাল করতে পারছেন না। জেলা পরিষদ প্রশাসক আশরাফুল হক বলেন, রাস্তাটি জেলা পরিষদের হলেও সংস্কার করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন বাজেটে তা সংকুলান হবে না। তাই সওজ বিভাগের কাছে ন্যস্ত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে।

সর্বশেষ খবর