মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

খানাখন্দে ভরা সড়ক

জমির বেগ, ফেনী

খানাখন্দে ভরা সড়ক

দাগনভূঞার এজি মাহমুদ সড়ক -বাংলাদেশ প্রতিদিন

ফেনীর দাগনভূঞার এজি মাহমুদ সড়কটি ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। দাগনভূঞা সদর ও ইয়াকুবপুর ইউনিয়নের সংযোগস্থল মুন্সিবাড়ির দরজা থেকে বাদামতলী পর্যন্ত এই সড়কটির দৈর্ঘ্য ১ কিলোমিটার ও প্রস্থ ৮ ফুট। সরেজমিন দেখা যায়, খানাখন্দে ভরা সড়কটির বেহাল দশা। প্রতিদিন হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। চলাচল করে শত শত যানবাহন। বৃষ্টি হলেই সড়কে পানি জমে থাকে। তখন হেঁটে চলাও কষ্টসাধ্য হয়ে পড়ে। দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং পানি জমে থাকায় সড়কের গর্তগুলো ডোবার আকার ধারণ করেছে। এ সড়ক দিয়ে চলাচলে জনসাধারণকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এজি মাহমুদ সড়কে চলাচলকারী স্কুলশিক্ষার্থী জনি জানায়, খানাখন্দের কারণে সড়ক দিয়ে হেঁটে চলা খুব কষ্টকর। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে এই শিক্ষার্থী বলে, অনেক কষ্ট করে হাঁটতে হয় বলে স্কুলে যেতেও বেশি সময় লাগে। স্থানীয় বাসিন্দা মোবারক জানান, সড়কটি আগে ভালোই ছিল। কয়েক বছর ধরে এজি মাহমুদ সড়ক দিয়ে বিভিন্ন ইটভাটার মালিকরা ট্রাক্টর দিয়ে মাটি বহন করায় এ অবস্থা হয়েছে। এখন বর্ষা মৌসুমে পানি জমে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্তের। যানবাহন ও রোগী যাতায়াতে যন্ত্রণার শেষ থাকে না। পানি জমে মাটি সরে যাওয়ায় সড়কের পাশের গাছ উল্টে পড়ছে। সিএনজিচালিত অটোরিকশা চালক বেলাল বলেন, রাস্তায় যে পরিমাণ ভাঙা-আমরা অনেক ঝুঁকি নিয়ে গাড়ি চালাই। বাদামতলী থেকে মুন্সিবাড়ির দরজা পর্যন্ত যানবাহন চলাচল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এই সড়ক দিয়ে ট্রাক্টর চলার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বারবার জানানো হয়েছে। ট্রাক্টর চালানো বন্ধ করার জন্যও তাকে বলা হয়েছিল। বন্ধ না করতে পারায় সড়কটির আজ করুণ অবস্থা। ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন বলেন, সড়কটি ৪-৫ বছর আগে করা হয়েছে। এখনো মেয়াদ শেষ হয়নি। সড়কের একটি মেয়াদ থাকে। মেয়াদ শেষ হলে আবার সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হবে। দাগনভূঞা উপজেলা প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, এজি মাহমুদ সড়কের বিষয়ে ডিআরআরপির কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি এ সড়ক সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর