মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বরগুনায় বাস ধর্মঘট, ভোগান্তি

বরগুনা প্রতিনিধি

বরগুনায় বাস ধর্মঘট, ভোগান্তি

বরিশালের বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের যাত্রীবাহী বাস চলাচলে বাধা, চাঁদা দাবির অভিযোগে বরগুনার সঙ্গে অনির্দিষ্টকালের দূরপাল্লার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে গতকাল। বন্ধ রয়েছে বরগুনা থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে বরগুনাগামী সব বাস। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। দূরপাল্লার পরিবহন পরিচালনা কমিটি জানিয়েছে, বাস চলাচল নির্বিঘ্ন না করা পর্যন্ত ধর্মঘট চলবে। জানা যায়, প্রায় দুই মাস ধরে বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনার বাস চলাচলে বাধা দিচ্ছে বরিশালের রূপাতলী বাস মালিক সমিতি। বাধার কারণে ঢাকার বাসগুলো পটুয়াখালীর সুবিদখালী ও আমতলী ফেরি পার হয়ে বরগুনায় চলাচল করতে হচ্ছে। এতে নির্ধারিত সময়ের তিন-চার ঘণ্টা বেশি যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পদ্মা সেতুর সুফল পাচ্ছেন না বরগুনার সড়ক পথের যাত্রীরা। বাসশ্রমিক হানিফা ও ফোরকান বলেন, বরিশাল আটকে রেখে আমাদের ওপর অমানুষিক নির্যাতন করা হয়। ঘণ্টার পর ঘণ্টা আমাদের বাস থামিয়ে রাখা হয়। চাঁদা দিয়ে তারপর আসতে হয়। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়ছেন ঢাকাগামী যাত্রীরা। তাদের দাবি, সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। বরগুনা দূরপাল্লার পরিবহন পরিচালক কমিটির যুগ্ম আহ্বায়ক একে আজাদ বাবলু বলেন, যাত্রী দুর্ভোগ ও বরিশাল বাসমালিক সমিতির স্বেচ্ছাচারিতার কারণে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি। দাবি পূরণ হলেই ধর্মঘট প্রত্যাহার করা হবে।

সর্বশেষ খবর