মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কুকুরের কামড়ে আহতদের ভিড় হাসপাতালে

মানিকগঞ্জ প্রতিনিধি

কুকুরের কামড়ে আহতদের ভিড় হাসপাতালে

মানিকগঞ্জে বেড়েছে কুকুরের উপদ্রব। প্রতিদিন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসছেন ভুক্তভোগীরা। মানিকগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে ২০-২৫ জন লোক কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসেন ভ্যাকসিন নিতে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন থাকলেও রোগীকে ওয়াশ করার মতো মানসম্পন্ন ব্যবস্থা নেই। মানিকগঞ্জ সদর হাসপাতালে গতকাল গিয়ে দেখা যায়, শুধু কুকুর নয়, বিড়াল ও বেজির কামড়ে আক্রান্ত হয়েও হাসপাতালে আসছেন কেউ কেউ। এক নারী ও এক শিশুকে চিকিৎসাসেবা নিতে দেখা যায়। বেজির কামড়ে আক্রান্ত রহিমা বেগমের (৬০) ছেলের স্ত্রী রাহেলা বলেন, তার শাশুরি বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটছিলেন। হঠাৎ একটি বেজি এসে তাঁর গাল কামড়ে ধরে। অনেক কষ্টে বেজিকে ছাড়ানো হয়। দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা থেকে আশিক (৬) বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক কাজী এ কে এম রাসেল বলেন, কুকুর-বিড়াল দ্বারা আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন অনেকে। গত সপ্তাহে শহরের বিভিন্ন এলাকায় এক দিনে ৬০ জনকে কুকুর কামড়েছে। তিনি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। বলেন, যেহেতু কুকুর পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে তাই এদের বাঁচিয়ে রাখতে হবে।

সর্বশেষ খবর