মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ফরিদপুরে স্ত্রী হত্যায় মৃত্যুদন্ড

প্রতিদিন ডেস্ক

ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় গতকাল এ রায় দেন। মৃত্যুদন্ড পাওয়া আসামির নাম সরোয়ার শেখ (৩৫)। তিনি মধুখালী উপজেলার আলগাপাড়া গ্রামের চুন্নু শেখের একমাত্র সন্তান। ২০১৭ সালের ৬ জুলাই ফরিদার লাশ উদ্ধার করা হয়। এর ১৩ দিন পর ফরিদার মা মর্জিনা বেগম মধুখালী থানায় মামলা করেন। এদিকে মাদারীপুরের শিবচরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাইল হোসেন গতকাল এ রায় দেন। যাবজ্জীবন কারাদন্ড পাওয়া আসামি হলেন গোবিন্দ চন্দ্র পাল। মামলা সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ৫ ডিসেম্বর শিবচর উপজেলার রাম রায়েরকান্দি গ্রামের গোপাল চন্দ্রের ছেলে গোবিন্দ তার স্ত্রী মীনালি রানীকে শ^াসরোধে হত্যা করে পালিয়ে যায়।

 

সর্বশেষ খবর