বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চালবোঝাই দুই ট্রাক জব্দ

নোয়াখালী প্রতিনিধি

হাতিয়ার ভাসানচরে আশ্রয়ণ প্রকল্প থেকে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ বিশ্ব খাদ্য কর্মসূচির রিলিফের ২২ মেট্রিক টন চাল পাচারকালে সুবর্ণচরে চালভর্তি দুটি ট্রাক জব্দ করেছে করেছে পুলিশ। আটক করা হয়েছে তিনজনকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ট্রাক চালক পালিয়ে যান। আটকরা হলেন- সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহর শামীম, চর জুবলির মনির ও চর মজিদের ওসমান।

চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাস গতকাল দুই ট্রাক চালসহ তিনজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। এর আগে সোমবার রাত দেড়টার দিকে উপজেলার তোতার বাজার ও মঞ্জু চেয়ারম্যান বাজার থেকে চালভর্তি দুটি ট্রাকসহ তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, সোমবার রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ব্যবসায়ী মনির ও সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুর রহমানের যোগসাজশে কালোবাজারে বিক্রির উদ্দেশে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের রোহিঙ্গাদের জন্য বরাদ্দের চাল তোতাবাজার ও মঞ্জু চেয়ারম্যান বাজার ঘাটে নিয়ে আসে। নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম চাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর