বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন এলাকার মওলানা আবদুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ লোকমান হাসানের বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গত তিন বছরে তিনি কলেজের এই টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি যাচাই-বাছাই করলে প্রমাণ পায়। এ বিষয়ে অধ্যক্ষ লোকমান হাসান বলেন, যাদের যোগ্যতা ছিল তারাই অধ্যক্ষ পদে আবেদন করেছিলেন। তৎকালীন জেলা প্রশাসক শহিদুল ইসলাম স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দিয়েছিলেন। একটি কুচক্রী মহল কলেজের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছে। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, কোনো অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর