বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

তিন পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সদর উপজেলায় হ্যাপি কাউসার নামের এক খামারির তিনটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক কেজি ওজনের ৪০ হাজার পাঙ্গাশ মারা গেছে। এ ছাড়া ১ লাখের বেশি দেশি মাছ মরেছে। প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামারি হ্যাপির। কোতোয়ালি মডেল থানার এসআই আনোয়ার হোসেন জানান, গত সোমবার দিবাগত রাতে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাড়াইল মোড়ে ওই ফিশারিতে বিষ দেওয়া হয়েছে বলে ধারণা করছি। বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাহিদা পারভিন বলেন, ‘তিনটি পুকুরেই মাছ মরে ভেসে উঠেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ায় মাছগুলো মারা গেছে। পরীক্ষা করা ছাড়া কারণ বলা যাবে না।’

সর্বশেষ খবর