বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
নোয়াখালী স্বেচ্ছাসেবক লীগ

টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে টাকার বিনিময়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি দেওয়া হয়েছে বলে পদবঞ্চিতদের পক্ষে গতকাল সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউল হাসান দীপু বলেন, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিম টাকার বিনিময়ে গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটি ঘোষণা করেছেন। নবনির্বাচিত জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফাহাদ ইউসুফ হোসেন প্রমিত ঢাকায় থাকেন। স্বেচ্ছাসেবক লীগের কর্মকান্ডে জড়িত ছিলেন না। খায়রুল আনম সেলিম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি টাকার বিনিময়ে কমিটি দিই নাই। দীপু একজন বাটপার ও দালাল প্রকৃতির লোক।

 কখনো স্বেচ্ছাসেবক লীগ করেছে কি না আমার জানা নেই। ফাহাদ ইউসুফ হোসেন প্রমিত জানান, দীপু ভাই ও ইকবাল ভাইয়ের পরামর্শে আমি প্রার্থী হয়েছি। কেন তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করছেন বুঝি না। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। জানা যায়, দীর্ঘ ২০ বছর পর এই কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর