বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ঘেরের মাছ চুরি করতে পাহারাদারকে হত্যা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে মাছের ঘের পাহারাদার আবদুর রাজ্জাক হত্যা মামলার আসামি আবদুল্লাহ হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। আবদুল্লাহ তার মামা শওকত আলীর ঘেরের মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ার পর পাহারাদারকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে পালিয়ে যায়। হত্যাকান্ডের এক দিনের মধ্যে গত মঙ্গলবার রাতে বেশরগাতী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। বাগেরহাট মডেল থানায় গতকাল প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের  বেশরগাতী গ্রামের শওকত আলীর ঘের পাহারাদার আবদুর রাজ্জাক প্রতিদিনের মতো গত সোমবার রাতেও পাহারা দিচ্ছিলেন। মধ্যরাতে ঘেরে মাছ চুরি করতে যায় শওকতের ভাগ্নে আবদুল্লাহ হাওলাদার। চুরি করা অবস্থায় আবদুল্লাহকে ধরে ফেলেন রাজ্জাক। তাকে তার মামার কাছে নিয়ে যেতে চাইলে উত্তেজিত হয়ে আবদুর রাজ্জাককে শ্বাসরোধে হত্যা করে লাশ কুচিবগা খালে ফেলে দেয়। এ ঘটনায় নিহতের স্ত্রী জামিলা খাতুন বাগেরহাট মডেল থানায় মামলা করেছেন। মঙ্গলবার রাতে বেশরগাতী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ আবদুল্লাহকে  গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে  হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে সে।

সর্বশেষ খবর