বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাৎ

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে সরকারি চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে জালিয়াত চক্রের দুজনকে আটক করেছে র‌্যাব। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৫-এর নাটোর ক্যাম্পের সিপিসি-২। গ্রেফতাররা হলেন, লালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের রমিজ উদ্দিনের ছেলে রোকন সরকার ও বাগাতিপাড়ার ডুমরাই সারদিয়ার গ্রামের ফজলুর রহমানের ছেলে আশিক আলী। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, গত মঙ্গলবার রাতে ওয়ালিয়া ইউনিয়নের ধুপাইল বাজারে অভিযান চালিয়ে সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই দুজনকে গ্রেফতার করা হয়।

এ সময় দুটি ভুয়া নিয়োগপত্র, মোবাইল ফোন, সিমকার্ড ও মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্তরা ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে স্বীকার করেছেন।

সর্বশেষ খবর