বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সালিশে জরিমানা, তিন মোড়ল আটক

মেহেরপুর প্রতিনিধি

সালিশে নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগে গাংনী থানা পুলিশ বানিয়া পুকুর গ্রামের তিন মোড়লকে (সমাজপতি) আটক করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বানিয়াপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন শরিয়ত, শহিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম বিদ্যুৎ। তাদের গতকাল আদালতে পাঠানো হয়েছে। গাংনী থানার ওসি আবদুর রাজ্জাক জানান, গত সোমবার রাতে ষোল টাকা গ্রামের আয়ুব হোসেনের ছেলে জুবায়ের হোসেন পুকুরে মাছ পাহারা দিচ্ছিলেন। তখন আলাল, রবিউল ও আজাম্মেল মিথ্যা অপবাদ দিয়ে জুবায়ের হোসেনকে বেধড়ক মারপিট করেন। পরে তাকে রাতে বানিয়া পুকুর প্রাইমারি স্কুলে আটক রাখা হয়। মঙ্গলবার সকালে সালিশ বৈঠকের জোবায়ের হোসেনের ১ লাখ টাকা জরিমানা ও ৩০০ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিয়ে ছেড়ে দেন গ্রামের মোড়লরা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় জুবায়ের বাদী হয়ে শরিয়ত, শহিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম বিদ্যুৎসহ আটজনকে নামোল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে গাংনী থানায় মামলা করেন।

সর্বশেষ খবর