বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নিত্যপণ্যের দাম কমানোর দাবি

গাইবান্ধা প্রতিনিধি

ডিজেল, ইউরিয়া সার, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, সব রকম অনিয়ম-দুর্নীতি বন্ধ করে গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার দাবিতে গতকাল বিপ্লবী কমিউনিস্ট লীগ গাইবান্ধা জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করেছে। শহরের ডিবি রোডে গানাসাস চত্বরের সামনে সংগঠনের জেলা সভাপতি রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মৃণাল বর্মন, আব্দুল্যাহ সরকার, সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, চাল, তেল, চিনিসহ সব পণ্যের ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ, সার সরবরাহ নিশ্চিত, রেশনিং ব্যবস্থা চালু, বয়স্ক, বিধবা, প্রসূতিসহ সব সামাজিক সুরক্ষা ভাতা ৫ হাজার টাকা করার দাবি জানান। সেই সঙ্গে কৃষকের ফসলের লাভজনক দাম, সেচ পাম্পে বিদ্যুতে পূর্ণ ভর্তুকি প্রদান এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার দাবি জানান। সমাবেশ শেষে  বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ খবর