বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

দশম গ্রেড বাস্তবায়ন দাবি প্রাথমিকের সহকারী শিক্ষকদের

দিনাজপুর প্রতিনিধি

ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে দশম গ্রেড বাস্তবায়ন দাবিতে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করেছেন ফুলবাড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। গতকাল বেলা ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা ফুলবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাছিনা ভুইয়ার মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সহকারী শিক্ষকদের স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আবদুল আলিম, সৈয়দ আপেল মাহমুদ দিপু, আবু তালেব, দিপঙ্কর বর্মণ প্রমুখ।

বক্তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (২য় বিভাগ) সমমান হলেও তাদের দশম গ্রেড পেতে বাধা শুধু আমলাতান্ত্রিক জটিলতা। এ কারণে মেধাবীরা প্রাথমিকে শিক্ষকতা পেশায় না এসে অন্যত্র ছুটছেন। প্রাথমিকে শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ফুলবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাছিনা ভুইয়া জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সর্বশেষ খবর