বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কারাগারে বন্দি ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর বন্দি গাজী সালাউদ্দিন (৬০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি দি ফার্মার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক লি.) সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগার-২ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে সালাউদ্দিন খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান। মধ্যরাতে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। এ সময় কারা কর্তৃপক্ষ তাকে কারা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কারাগার সূত্র আরও জানায়, সালাউদ্দিন পটুয়াখালীর আদালতপাড়া এলাকার গাজী আজহার উদ্দিনের ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোডে বসবাস করতেন। তিনি দুদকের মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। ২০২১ সাল থেকে তিনি এই কারাগারে ছিলেন।

সর্বশেষ খবর