শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

১১০ মিটার সড়কে ২৫ গর্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি

১১০ মিটার সড়কে ২৫ গর্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়ক -বাংলাদেশ প্রতিদিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরশহরের স্টেশন সড়ক এলাকার ১১০ মিটার (৩৬০ ফুট) সড়কে ২৫টি খানাখন্দ। এতে দুর্ভোগে পড়েছেন এ সড়ক দিয়ে চলাচল করা মানুষেরা। প্রতিদিন দেশ-বিদেশের পর্যটকসহ হাজার হাজার ট্রেনযাত্রী শ্রীমঙ্গল রেলস্টেশনে নেমে এ সড়ক দিয়েই শহরে প্রবেশ করেন। এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এ ভাঙা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। ভোগান্তি পোহাচ্ছেন ওই সড়কের দুই পার্শ্বের ব্যবসায়ীরাও।  জানা যায়, রেল মন্ত্রণালয় থেকে ২০১৮ সালে শ্রীমঙ্গল রেলস্টেশনের পৌর সভার এই সংযোগ সড়কটি ১৬ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছিল। কিন্তু চার বছরের মাথায় সড়কটি আবার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর এসব গর্তে জমে আছে বৃষ্টির পানি। গর্তে রিকশা গাড়ির চাকা পরে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কাদাপানি ছিটকে পড়ছে পাথচারীদের শরীরে।  সিএনজি চালিত আটোরিকশা চালক শাহীন আহম্মেদ বলেন, গর্তের কারণে গাড়ি চালাতে খুবই কষ্ট হয়। অনেক চালক এই সড়ক দিয়ে যেতে চায় না। ওই সড়কের ব্যবসায়ী মেঘনাথ হাজরা বলেন, মালামাল পরিবহনে অসুবিধা হচ্ছে। এ ছাড়া গাড়ি যাতায়াতের সময় গর্ত থেকে পাথর উড়ে এসে দোকানের ভিতর পড়ছে। অনেক সময় দোকানের গ্লাস ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সহসভাপতি খালেদ আহম্মেদ বলেন, একটি পর্যটন এলাকার সড়ক এভাবে ভাঙা, এটা আমাদের জন্য লজ্জা। সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া দরকার। রেলওয়ে কুলাউড়া জোনের উপ-সহকারী প্রকৌশলী জুয়েল আহম্মেদ বলেন, ‘এই সড়কটির কাজের টেন্ডার হয়ে গেছে। হয়তো বৃষ্টির জন্য দেরি হচ্ছে।’ বেহাল তিন কিমি সড়ক : ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ফুলপুর বাসস্ট্যান্ড থেকে ঠাকুর বাখাই-সরচাপুর ব্রিজ পর্যন্ত তিন কিলোমিটার সড়কের ইট, বালু ও সুরকি উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। সরেজমিন দেখা যায়, ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে কুইড়ার ব্রিজ থেকে ফতেপুর ও নাকানন্দী ব্রিজ হয়ে ঠাকুর বাখাই-সরচাপুর ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটার ভালো থাকলেও বাকি অংশ ভাঙাচোড়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর