শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ এনজিওর মালিকসহ আটক ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতারণা করে গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভুয়া এনজিও’র মালিকসহ পাঁচজনকে আটক করেছেন র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটকরা হলেন, শিবগঞ্জ উপজেলার কানসাট শিবনগর গ্রামের নাইমুল ইসলাম, সেলিম রেজা, আসমাউল হক, সোহেল রানা ও কাইউম রেজা। শিবগঞ্জের বিশ্বনাথপুরে আব্বাস বাজারে অভিযান চালিয়ে বুধবার রাতে তাদের আটক করা হয়। গতকাল দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বনাথপুর আব্বাস বাজারে দেশবন্ধু নামক পল্লী উন্নয়ন/যমুনা নামে একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠা করে অধিক মুনাফার লোভ দেখিয়ে অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং ঋণ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়। অনেকে না বুঝে টাকা বিনিয়োগ করেন। একপর্যায়ে গ্রাহকদের জমা করা কোটি টাকা হাতিয়ে পালিয়ে যান এনজিও মালকসহ কর্মকর্তারা। এ নিয়ে গণমাধ্যমে লেখালেখি হলে র‌্যাব অভিযান চালিয়ে পাঁচ প্রতাররকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব জানায়।

 

সর্বশেষ খবর