শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সেতুতে উঠতে বাঁশের সাঁকো

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সেতুতে উঠতে বাঁশের সাঁকো

ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও কেষ্টি এলাকার গাজীখালী নদীর ওপর নির্মিত সেতুতে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে। সেতুর দুই পাশে অ্যাপ্রোচ সড়কে মাটি না দেওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। সেতুটি বাস্তবায়ন করছে উপজেলা এলজিইডি কার্যালয়। জানা যায়, ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও কেষ্টি এলাকার গাজীখালী নদীর ওপর ৪৫ মিটার সিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি। কাজ শেষ করার কথা ছিল ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি। চুক্তিমূল্যে ছিল ৪ কোটি ২১ লাখ ২৭১ টাকা। ২০২০ সালে কাজ শেষ করার কথা থাকলেও এখনো অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে দুই পাশ থেকেই সেতুতে উঠতে ২৫ ফুট বাঁশের সাঁকো পার হতে হচ্ছে। স্থানীয়রা জানান, সেতু নির্মাণের আগেই আমরা ভালো ছিলাম কারণ তখন নদী পরাপারে ঝুঁকি ছিল না। এখন ঠিকাদার প্রায় চার বছরেও কাজ শেষ করতে পারছে না। আমরা চরম ভোগান্তিতে আছি। এলাকার সচেতন ব্যক্তিরা জানান, উপজেলা এলজিইডি কর্মকর্তাদের তদারকির অভাবে কাজ এমন ধীর গতিতে চলছে। কবে শেষ হবে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ তা কেউ জানে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকপক্ষের ফয়েজ আহমেদ মুঠোফোনে জানান, সেতুর ঢালাইয়ের কাজ শেষ। অ্যাপ্রোচ সড়কের কাজ উপজেলা এলজিইডি কর্মকর্তা আমাদের দেননি। এ কারণে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ আমরা করতে পারিনি। উপজেলা এলজিইডি অফিস জানিয়েছে, অ্যাপ্রোচ সড়কের মাটি ফেলাসহই ৪ কোটি ২১ লাখ ২৭১ টাকা বরাদ্দ ছিল। ফলে ওই ঠিকাদারই কাজটি করার কথা।

সর্বশেষ খবর