সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

১৬ মাস কারাভোগের পর ভারতীয় যুবককে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে ১৬ মাস পর দেশে ফেরত পাঠানো হয়েছে। গতকাল দুপুরে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ আগরতলা ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। ভারতীয় ওই নাগরিক হলো ত্রিপুরার দক্ষিণ উনকোটি জেলার ইরানি থানার তাজমুল হোসেন (৩২)। ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সনের ২১ মে ভারতীয় নাগরিক তাজমুল হোসেন স্বজনদের দেখার জন্য মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ তাকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। ৬ মাস পর আদালত তাকে ৩ দিনের কারাদন্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর