সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে দুই কর্মকর্তা!

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে দুজন কর্মকর্তার অবস্থানকে কেন্দ্র করে শিক্ষা অফিসে শুরু হয়েছে তুলকালাম কান্ড। এতে বিঘিœত হচ্ছে উচ্চ বিদ্যালয় ও মাদরাসার শিক্ষা কার্যক্রম এবং চলমান এস এস সি পরীক্ষার কার্যক্রম। সম্প্রতি সাদুল্লাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাহাবুবুল ইসলামকে বদলি করার ঘটনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ২৮ আগষ্ট সাদুল্লাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাহাবুবুল ইসলামকে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বদলি করা হয়। তার স্থলে পঞ্চগড় জেলার বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেনকে পদায়ন করা হয়। কিন্তু এই বদলির আদেশ বাতিল/স্থগিত চেয়ে প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ঢাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাহাবুবুল ইসলাম একটি পিটিশন দায়ের করেন। সেই প্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর বিচারক ওই বদলির আদেশটির স্থিতাবস্তা জারি করেন। অপরদিকে বোদা থেকে বদলি হয়ে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মো. আবুল হোসেন একই দিন (গত ১১ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট তার যোগদানপত্র জমা দেন। সেই থেকে এ পদে সাদুল্লাপুর উপজেলায় দুজন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্মকান্ড পরিচালনা করছেন। সাদুল্লাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক ফেরদৌস মন্ডল জানান, আবুল হোসেন চলমান এস এস সি পরীক্ষার দায়িত্ব পালন করছেন। অপরদিকে এইচ এম মাহাবুবুল ইসলাম সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রায় সময়েই অফিসে অবস্থান করছেন। এছাড়া দুজনই উপজেলার উচ্চ বিদ্যালয় ও মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম পরিদর্শন অব্যাহত রেখেছেন। এর বাইরে অন্য গুরুত্বপূর্ণ কাজগুলো এখনো কেউ সম্পাদন করেন নাই। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাহাবুবুল ইসলাম জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত গত ২৮ আগষ্টের স্মারক নং-৩৭.০২.০০০০.১০১.১৯.০০৩.১৮.২১৬৬৫ এর প্রজ্ঞাপন সূত্রে তিনি জানতে পারেন তাকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বদলি করা হয়েছে। কিন্তু তিনি বদলির জন্য কোনো আবেদন করেননি।

এছাড়া মাত্র ৯ মাস আগে তিনি এই কর্মস্থলে (সাদুল্লাপুর) যোগদান করেছেন।

তিনি আরও জানান, তার স্বাক্ষর জাল করে কেউ এই বদলির আবেদন করেছে।

এ কারণে তিনি এই বদলির আদেশ বাতিল/স্থগিত করতে প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ঢাকায় মামলা দায়ের করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন জানান, তিনি গত ১১ সেপ্টেম্বর সাদুল্লাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে যোগদান করেন। পরবর্তীতে এইচ এম মাহাবুবুল ইসলাম বদলির আদেশের বিরুদ্ধে গত ১৯ সেপ্টেম্বর একটি স্টে অর্ডার নিয়ে সাদুল্লাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে তার কাছে আসেন। এই সময়ে তিনি এসএসসি পরীক্ষার দায়িত্বে স্থানীয় একটি পরীক্ষা কেন্দ্রে চলে যান। তারপর থেকে তিনি সাদুল্লাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস দখল করে আছেন। গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন শিক্ষা অফিসার পদে দুজন কর্মরত থাকার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে অবগত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর