মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পাথরঘাটায় ডেঙ্গু আতঙ্ক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটায় ডেঙ্গু আতঙ্ক

উপকূলীয় উপজেলা পাথরঘাটায় কয়েকদিন ধরে বেড়েছে ডেঙ্গু রোগী। চলতি মাসের ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত এ উপজেলায় ২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর শুধু এ হাসপাতালেই নয়জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুজন নারী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাড়িতে চিকিৎসা চলছে অন্যদের। একই সময়ে বেসরকারি ক্লিনিকগুলোতে কমপক্ষ ১১ জনের ডেঙ্গু শনাক্তের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন বলেন, কয়েকদিন ধরে পাথরঘাটা পৌর শহরে যেভাবে ডেঙ্গু বেড়েছে তাতে বাসিন্দারা হয়ে আছেন। রাস্তার পাশে, নিচু স্থান, ঝোঁপঝাড় পরিষ্কার করার জন্য প্রচারণা চালানো হচ্ছে। সবার বাড়ির আঙিনা পরিষ্কার করার জন্য বলা হয়েছে। আমার ব্যক্তিগত ফগার মেশিন দিয়ে এলাকায় ওষুধ ছিটাচ্ছি। পাথরঘাটা স্বাস্থ্য কমপেক্সের কর্মকর্তা ডা. সাইফুল হাসান বলেন, এক সপ্তাহে তাদের হাসপাতালে নয়জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, ডেঙ্গু থেকে নাগরিকদের সুরক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর