মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সৎ ভাইয়ের ছুরিকাঘাতে মৃত্যু

জামালপুর প্রতিনিধি

সৎ ভাইয়ের ছুরিকাঘাতে মৃত্যু

জামালপুরে বাড়ির পাশের কাঁঠাল গাছ বিক্রি করা নিয়ে বিরোধে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে রাফিক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দেওয়ানীপাড়া গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে।

র‌্যাব ও স্থানীয়রা জানান, দেওয়ানীপাড়া গ্রামের আজাদ শেখের ছেলে রাফিক (৪০) তিন দিন আগে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছ বিক্রি করেন। এ নিয়ে তার সৎ ভাই মনজিল ইসলাম কালু, সৎ মা মঞ্জুয়ারা বেগম ও বোন ময়নার সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে মা ও বোনের সহযোগিতায় মনজিল ইসলাম কালু ধারালো ছুরি দিয়ে রাফিকের বুকে ও পেটে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে র‌্যাব-১৪ সদস্যরা স্থানীয়দের সহায়তায় মনজিল, তার মা মঞ্জুয়ারা বেগম, বোন ময়নাকে আটক করে। লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার : মাদারীপুর প্রতিনিধি জানান, কালকিনি উপজেলার গোপালপুর গ্রাম থেকে গতকাল আসমা আক্তার নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দেবর নাজমুল সরদারকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বামী হালিম সরদার প্রবাসে থাকাকালে নাজমুল সরদার নামে চাচাতো দেবরের সঙ্গে পরকীয়া ছিল আসমার। সোমবার দুপুরে আসমার সঙ্গে ভিডিও কলে কথা কাটাকাটি হয় নাজমুলের। দুপুরে কালকিনি উপজেলার গোপালপুরের ভাড়া বাসায় আসমা মারা গেছে এমন দাবি করে আসমার ঘরে ঢোকে নাজমুল। নিহতর বাবা নাসিম সরদার জানান, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি থানায় মামলা করবেন বলে জানান। কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শেখর কুমার দেবনাথ বলেন, লাশের গলায় দাগ রয়েছে।

সর্বশেষ খবর