মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আগুনে পুড়ে গেছে কয়েল কারখানা

সাভার প্রতিনিধি

সাভারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি অবৈধ কয়েল তৈরির কারখানা। গতকাল ভোরে উপজেলার কোন্ডা কোর্টাপাড়া এলাকার এসি ওয়ান ক্যামিকেল কয়েল তৈরির কারখানায় এ আগুনের ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া এলাকায় জনবসতি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কয়েল তৈরির কারখানা গড়ে তোলেন মজিবর রহমান।

নামের এক লোক। পরে গতকাল ভোর রাতে কারখানাটিতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে আশপাশের অনেক বাড়িঘর আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। স্থানীয়রা জানান, অবৈধ কয়েল তৈরির কারখানাটির বিষাক্ত ধোঁয়ায় এলাকার শিশুসহ নানান বয়সী মানুষ নানান রোগে আক্রান্ত হচ্ছেন। অবিলম্বে এলাকাবাসী অবৈধ কয়েল কারখানাটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে অবৈধ কারখানাটির মালিক কারখানার আশপাশে সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন যাতে প্রশাসনের কোনো কর্মকর্তা বা কেউ এলে দেখতে পান এবং দ্রুত অন্য গেট দিয়ে বের হয়ে যেতে পারেন। এ বিষয়ে অবৈধ কয়েল কারখানাটির মালিক মজিবর মুঠোফোনে সাংবাদিকদের বলেন, আমার মা অসুস্থ তাই আমি বাইরে আছি, পরে কথা বলব। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি তিনি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, তদন্ত করে অবৈধ কয়েল কারখানাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর