মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে পোশাক কারখানা বন্ধ

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে পালিয়েছেন মালিক। এ ঘটনায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। দুই মাসের বকেয়া বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন ওই কারখানার শ্রমিকরা। শ্রমিকরা জানান, আশুলিয়ার কাঠগড়া এলাকার টেক্স ওয়ার্ল্ড কারখানায় কাজ করে আসছিলেন ১৪০ জন নারী ও পুরুষ শ্রমিক। তাদের দুই মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানার মালিক নয়ন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন গত ১ সেপ্টেম্বর। পরে গতকাল শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার তারিখ ছিল। কিন্তু কারখানার মালিক নয়ন পলাতক থাকায় শ্রমিকরা বেতন না পেয়ে গতকাল বাড়ি ফিরে যান।

গতকাল বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করেন। বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন।

সর্বশেষ খবর