শিরোনাম
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বৃদ্ধাকে রাস্তায় ফেলে গেছে সন্তানরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে গর্ভের সন্তানরা রাতের আঁধারে রাস্তায় ফেলে গেছে ৯০ বছরের অধিক ‘তাফুরা’ নামে এক বৃদ্ধাকে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যখন তাফুরার মরার অবস্থা হয়েছিল ঠিক তখনই তার পাশে হাজির হয়ে সেবা-শুশ্রƒষা করছেন এলাকার তিন নারী। গতকাল স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তাফুরার বিষয়টি জানতে পারেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-ই খুদা। তিনি তাৎক্ষণিক তাফুরার উন্নত চিকিৎসার জন্য রাস্তা থেকে তুলে নিয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করেন। জানা যায়, বন্দরের একরামপুর এলাকার  সড়ক বিভাজনের ওপর থাকা একটি শিমুল গাছের নিচে প্লাস্টিকের ছাউনি দেওয়া। সেখানে স্থানীয় তিন নারী শাহনাজ বেগম, রোকেয়া বেগম ও বিলকিছ বেগম বৃদ্ধা তাফুরার পাশে বসা। তাদের সঙ্গে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলছেন তাফুরা। 
তাফুরার কিছু কথা তারা বোঝেন। তবে বেশির ভাগই বোঝেন না। একরামপুর এলাকার স্থানীয় বাসিন্দা বৃদ্ধাকে সেবা করা তিন নারীর এক নারী গৃহবধূ শাহনাজ বেগম বলেন, বয়স্ক এই নারী চলাফেরা করতে পারেন না। তিনিসহ স্থানীয় মানুষ তাকে পালা করে খাবার দেন। মল-মূত্র ত্যাগ করলে তিনিসহ আরও দুই নারী সেগুলো পরিষ্কার করে দেন। তাফুরার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তার সেবায় থাকা রোকেয়া বেগম। এদিকে বৃদ্ধা তাফুরার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। তবে ৯০-এর অধিক বয়সের তাফুরার স্মৃতিভ্রম থাকায় নিজের নামও অনেক সময় মনে করতে পারেন না। তবে তার সেবায় থাকা তিন নারীকে তার নাম তাফুরা বলে জানান। ছেলেমেয়ের কথা জানতে চাইলে চার ছেলেমেয়ে থাকার কথা জানান তারা। তাফুরাকে এর আগেও ছেলেরা রাস্তায় ফেলে গিয়েছিল বলে ওই তিন নারীকে জানিয়েছে তাফুরা। তবে এবার রাস্তায় ফেলে যাওয়ার পর অনেক দিন কেটে গেছে। স্মৃতিভ্রম থাকায় তাফুরা তার সন্তানদের নামও মনে করতে পারেননি। বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী বলেন, এক অচল বৃদ্ধাকে তার পরিবারের সদস্যরা রাস্তায় ফেলে গেছে এবং স্থানীয় তিন নারী তাকে দেখাশোনা করছেন জানতে পেরে আমি ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। তিনি সোমবার দুপুরে রাস্তা থেকে উদ্ধার করে ওই নারীকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-ই খুদা বলেন, রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।  

 

সর্বশেষ খবর