বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ঘুষবাণিজ্যের অভিযোগ নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকাব আলী দেওয়ানের বিরুদ্ধে নতুন ভোটার হওয়াসহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্তে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এদিকে জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, দ্রুত ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগে জানা গেছে, নাচোল উপজেলার ফতেপুর ইউপির বাহির মল্লিকপুর গ্রামের বাসার আলীর বিদেশ যাওয়ার জন্য তার ভোটার আইডি কার্ডের একটা সার্চ কপি দরকার। তাই তিনি ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেন এবং আবেদনের কপি চলতি বছরের ৩ আগস্ট নাচোল উপজেলা নির্বাচন অফিসে জমা দেন। পরবর্তীতে বাসার আলী ছবি তোলার জন্য নির্বাচন অফিসে ঘুরতে থাকেন। পরে বিষয়টি বাসার আলী তার আত্মীয় গোমস্তাপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা খাতুনকে অবহিত করেন। পরে আগস্ট মাসের শেষের দিকে বাসারকে সঙ্গে  নিয়ে গোমস্তাপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকাব আলী দেওয়ানের কাছে গিয়ে তার ছবি তোলার জন্য অনুরোধ করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মহিলা ভাইস চেয়ারম্যানকে জানান, তার অফিসে  ছবি তোলার জন্য জেলা থেকে যে মেশিনটা দিয়েছিল সেটা তাদের ফেরত দেওয়া হয়েছে। তাই কোনো মতেই তার ছবি তোলা সম্ভব নয়।

 চার/পাঁচ মাস দেরি হবে, আর তার অফিসের কম্পিউটারটাও নষ্ট হয়ে আছে বলে জানান তিনি। এ ঘটনার পর ভুক্তভোগী বাসার আলী নাচোল উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকাব আলী দেওয়ানের কাছে কোনো সেবা না পেয়ে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ওই মহিলা ভাইস চেয়ারম্যানকে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিলে ওইদিনই জেলা নির্বাচন কর্মকর্তা ফোনে নাচোল উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বাসার আলীর ভোটার ছবি তুলে দেওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু জেলা নির্বাচন কর্মকর্তার অনুরোধের পরও শেষ রক্ষা হয়নি বাসার আলীর। বাসার আলীর ছবি তোলার জন্য নির্বাচন কর্মকর্তা রোকাব আলী দেওয়ান ১০ হাজার টাকা উৎকোচ দাবি করেন এবং এক পর্যায়ে বাশার আলী নির্বাচন কর্মকর্তা রোকাব আলী দেওয়ানকে ঘুষের ৫ হাজার টাকা দিয়ে ছবি তোলেন। এ নিয়ে কয়েক দিন আগে গোমস্তাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকাব আলী দেওয়ানের বিচার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকাব আলী দেওয়ান এর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের সত্যতা রয়েছে। তাই দ্রুত তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, এ বছর শেষের দিকে অবসরে যাবেন নাচোল উপজেলা নির্বাচন কর্মকর্তা। কিন্তু এ সময় তিনি কেন এমন করলেন তা বোধগম্য নয়।

সর্বশেষ খবর