বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সখীপুরে ‘চোখ ওঠা’ রোগের প্রকোপ

সখীপুর প্রতিনিধি

সখীপুরে ছড়িয়ে পড়ছে চোখের প্রদাহ রোগ, যা ‘চোখ ওঠা’ বলে পরিচিত। উপজেলার বিভিন্ন এলাকায় নারী, পুরুষ, শিশু ও বয়স্কদের মধ্যে এ রোগ দেখা দিচ্ছে। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫-৩০ জন এ রোগের চিকিৎসা নিতে আসছেন। কিন্তু চোখের কোনো ডাক্তার বা কনসালটেন্ট নেই সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জানা যায়, চোখ লাল হওয়া, চুলকানি ও চোখে পানি পড়া রোগ নিয়ে কয়েকদিন ধরে হাসপাতালে আসছে মানুষ। বয়স্ক ও শিশুদের এ রোগে আক্রান্ত দেখে আতঙ্কিত হয়ে পড়ছে অনেক পরিবার। উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ রোগ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে এসে ডাক্তার না পেয়ে মন খারাপ করে ফিরে যাচ্ছেন অনেকে। জানা যায়, অন্যান্য বিষয়ের কনসালটেন্ট থাকলেও দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য কমপ্লেক্সে চোখের কোনো ডাক্তার নেই। বাধ্য হয়ে কেউ জেলা সদর হাসপাতালে যাচ্ছেন, কেউ চিকিৎসা নিচ্ছেন প্রাইভেট ক্লিনিকে।

 

সর্বশেষ খবর