বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শিশু হত্যায় মৃত্যুদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু সালাম আলীকে অপহরণের পর হত্যার দায়ে আমির চান (২৮) নামে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন। জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগস্ট বিকালে শাহজাদপুরের রায়পুর গ্রামের আকছেদ আলীর বাড়ির উঠানে আমির চানসহ শিশু মুসা, সুমাইয়া, ইয়াসিন ও ভুক্তভোগী সালাম আলী ফুটবল খেলছিলেন। খেলা শেষে প্রতিবেশী আমির চান শিশু সালামকে কৌশলে তার বাড়িতে নিয়ে আটক করে রাখেন। এরপর শিশুটির পরিবারের কাছে পর্যায়ক্রমে ১০ লাখ, ৩ লাখ ও দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিভিন্ন জায়গায় চিরকুট ও চিঠি ফেলে রাখে।

এ দিকে শিশুটির মা-বাবাসহ বাড়ির লোকজন সালাম আলীর সন্ধান না পেয়ে ২০১৮ সালের ১১ আগস্ট শাহজাদপুর থানায় মামলা করেন। ওই দিন পুলিশ আমির চানকে গ্রেফতার করলে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্য অনুযায়ী আবদুল লতিফ ও জাকিরুলের বাড়ির কুয়া থেকে সালাম আলীর লাশ উদ্ধার করা হয়। আসামি আমির ঘটনার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১১ জনের সাক্ষীর সাক্ষ্য নেন। সাক্ষ্য নেওয়া শেষে গতকাল আমির চানকে মৃত্যুদন্ডের আদেশ দেন বিচারক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর