বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

এক মাসেও উদ্ধার হয়নি সোনা, হতাশ ব্যবসায়ীরা

কেরানীগঞ্জ প্রতিনিধি

এক মাসেও উদ্ধার হয়নি সোনা, হতাশ ব্যবসায়ীরা

ঢাকার কেরানীগঞ্জে গত ১৭ আগস্ট দিনেদুপুরে গুলি ও বোমা ফাটিয়ে ৫০০ ভরি সোনা লুট হয়। ঘটনার এক মাসের বেশি পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার।

জড়িত কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ। ফলে হতাশা ও আতঙ্কের মধ্যে রয়েছেন আব্দুল্লাপুরের সোনা ব্যবসায়ীরা। জুয়েলার্স মালিক স্বপন মণ্ডলের ছোট ভাই বিপ্লব বলেন, আমার ভাই ডাকাতের গুলিতে আহত হয়ে হাসপাতালে ছিলেন। আমি ঘটনার দিন রাতেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাত ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এ জন্য ব্যবসায়ীদের মাঝে এখন হতাশা ও আতঙ্ক কাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সোনা ব্যবসায়ী বলেন, দিনদুপুরে ডাকাতির ঘটনায় বোঝা যাচ্ছে আমরা কতটা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। ঘটনার পর দু-একদিন পুলিশের তৎপরতা দেখা গেলেও এখন আর তাদের খবর নেই। প্রশাসন ঠান্ডা হয়ে গেলেও আমাদের ব্যবসায়ীদের আতঙ্ক কাটেনি। আমরা এখনো এক শাটার বন্ধ রেখে দোকান খুলছি। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহজামান বলেন, ডাকাতদের গ্রেফতার ও সোনা উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

সর্বশেষ খবর