শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

যানজটে দুর্ভোগ নারায়ণগঞ্জবাসীর

যেখানে-সেখানে গাড়ি স্ট্যান্ড, নেই পার্কিং জোন

রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ

যানজটে দুর্ভোগ নারায়ণগঞ্জবাসীর

নারায়ণগঞ্জ শহরে প্রতিদিন এভাবেই সৃষ্টি হয় যানজট -বাংলাদেশ প্রতিদিন

নারায়ণগঞ্জ শহরে নিত্য যানজটে ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। সচেতন মহল বলছে, অপরিকল্পিত নগরায়ণ, যেখানে-সেখানে অবৈধ গাড়ির স্ট্যান্ড ও প্রায় অর্ধলক্ষ অটোরিকশা যানজটের অন্যতম কারণ। সরেজমিন দেখা যায়, অবৈধভাবে জেলা শহরের নিতাইগঞ্জের মোড়, ২ নম্বর রেলগেট, ডায়মন্ড হল, ফজর আলী ট্রেড সেন্টার, ডিআইটি গুলশান হল ও মর্গ্যান স্কুলের সামনে, গলাচিপা মোড়ে, ১ নম্বর রেল গেটে, কালীরবাজার, চাষাঢ়া সোনালী ব্যাংক, খাঁজা মার্কেট, চাষাঢ়া চত্বর, সুগন্ধা বেকারি, শহীদ মিনার ও তার পাশে, রাইফেলস ক্লাবের সামনে, সরকারি মহিলা কলেজ, চাষাঢ়া রেল স্টেশন, শিমরাইল মোড়ে, খানপুর মেট্রো হল এলাকায় রয়েছে ব্যাটারিচালিক অটোরিকশা, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, বাস, টেম্পু ও মিশুকসহ ৫০টিরও বেশি অবৈধ স্ট্যান্ড। অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ শহরে প্রেস স্টিকার লাগিয়ে চলছে হাজার হাজার অটোরিকশা। এ ছাড়া শহরের রাস্তার দুই পাশে বহুতল ভবনের শতকরা ৯৯ ভাগের নিচ তলায় রাখা হয়নি পার্কিং জোন। ফলে বিভিন্ন মার্কেটের সামনের রাস্তায় যত্রতত্র পার্ক করা হয় গাড়ি। শহরের অটোরিকশা চালকের একটি সূত্র জানায়, পুলিশ ও সরকারি দলের কিছু লোকের সমন্বয়ে অটোরিকশা চালকদের টোকেন দেওয়া হয় শহরে প্রবেশের জন্য। এ ছাড়া ভুয়া প্রেস স্টিকার ব্যবহার করে শহরে ঢুকছে প্রায় ২০ হাজার অটোরিকশা। পুরো নারায়ণগঞ্জে প্রায় অর্ধলক্ষ অটোরিকশা চলছে অবাধে। এসব অটো থেকে ১৫০০ থেকে ২ হাজার টাকা নেয় পুলিশ ও রাজনৈতিক নেতা-কর্মীর সমন্বয়ে গড়ে ওঠা চক্র। এ ছাড়া অবৈধ স্ট্যান্ডগুলো থেকে প্রতিদিন ২ হাজার টাকা নেওয়া হয়। এতে মাসে ১০-১২ লাখ টাকা আয় হয় অবৈধ স্ট্যান্ড থেকে। সম্প্রতি যানজটের বিষয়ে জেলা আইনশৃঙ্খলা সভায় অভিযোগ ওঠায় শহরে শুরু হয়েছে অটোরিকশার বিরুদ্ধে অভিযান। প্রতিদিন শত শত রিকশা আটক করা হলেও ১৫০০ টাকা জরিমানা নিয়ে আবার ছেড়ে দেয়। যানজটের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, অটোরিকশার বিরুদ্ধে প্রতিদিন অভিযান চলছে। আটকও করা হচ্ছে। এ বিষয়ে কোনো ছাড় নেই। শহরের বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসানো হয়েছে। প্রতিদিন হকার উচ্ছেদ করা হচ্ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

সর্বশেষ খবর