শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে ১০ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়কে ১০ প্রাণহানি

কুমিল্লায় বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় সিএনজি

মাগুরায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে মাইক্রোবাস চাপায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কলেজছাত্রী ও শিশুসহ আরও আটজন। প্রতিনিধিদের খবর- মাগুরা : বিয়েবাড়ি থেকে ফেরার পথে বৃহস্পতিবার রাতে মাগুরা-যশোর মহাসড়কের শতখালী এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- জাগলা গ্রামের জিসান শেখ (১৮) ও ছোনপুরের সাজিদ শেখ। আহত রাজু বিশ্বাসকে (২২) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন বিকালে শালিখা উপজেলার হাজরাহাটি গ্রামের বকশির মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় টিটো আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়। কুমিল্লা : বৃহস্পতিবার সন্ধ্যায় চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় নিহত হন অটোরিকশাযাত্রী কলেজছাত্রী ফাতেমা আক্তার রেবা (২৪) ও চান্দিনা উপজেলার সুজন মিয়ার মেয়ে মিম। এ ছাড়া চান্দিনার মাধাইয়া এলাকায় নিহত মোটরসাইকেল আরোহী হলেন বায়েজিদ ইসলাম (৩৫)। তিনি তিতাস উপজেলার কদমতলি গ্রামের বাসিন্দা। সিলেট : সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে গতকাল দুপুরে পর্যটকের মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন অজুফা বেগম (৬০)। তিনি কোম্পানীগঞ্জের তেলিখাল ইউনিয়নের আলীম উদ্দিনের স্ত্রী। নোয়াখালী : কবিরহাট উপজেলায় গতকাল ভোরে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন শফিউল্যাহ (৬৫)। নিহতের বাড়ি উপজেলার পূর্ব ফতেহপুরে। ব্রাহ্মণবাড়িয়া : বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইলে বাসচাপায় নিহত হন অটোরিকশাযাত্রী হারুনুর রশীদ (৬০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়ায়। ঝিনাইদহ : কালীগঞ্জের তেঘরীহুদায় গতকাল দুপুরে বাইসাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছেন আরিফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী। আরিফুল রাকড়া গ্রামের আবদুল মাজিদের ছেলে।

সর্বশেষ খবর