শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

শ্রম বিক্রির হাটেও মন্দা

অজয় দাস, ভাঙ্গা (ফরিদপুর)

শ্রম বিক্রির হাটেও মন্দা

ভাঙ্গায় শ্রম বিক্রি করতে আসা নিম্ন আয়ের মানুষ -বাংলাদেশ প্রতিদিন

ভাঙ্গায় বছরের পর বছর শ্রম বিক্রির হাট বসে আসছে। বর্তমানে এলাকায় কাজ কম থাকায় এ হাটেও মন্দা চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন ফরিদপুরসহ দূরদূরান্ত থেকে হাটে আসা দিনমজুররা। অনেকেই বিক্রি না হতে পেরে হতাশায় ভুগছেন। ভাঙ্গা বিশ্বরোড মোড়ে প্রতিদিন সূর্য ওঠার পরই এ হাট বসে। ক্রেতা-বিক্রেতার ভিড়ে হাটটি সরগরম হয়ে ওঠে। গত দুই দিন ভাঙ্গা শ্রম বিক্রির হাটে গিয়ে দেখা যায়, অনেকেই বিক্রি হতে না পেরে ফিরে যাচ্ছেন করুণ মুখে। এ হাটে শ্রম বিক্রির জন্য নগরকান্দা উপজেলার ডাঙ্গী, শংকরপাশা, জয় বাংলা, ভবুকদিয়া; ভাঙ্গা উপজেলার মহেশ্বরদী, জানদী, তুজারপুর, বালিয়া, রায়পাড়া, চুমুরদী, সদরদীসহ বিভিন্ন এলাকা থেকে লোক আসেন। এ ছাড়া কুষ্টিয়া, নাটোর, বগুড়া থেকেও বিক্রি হওয়ার উদ্দেশ্যে শ্রমজীবী মানুষ আসেন এখানে। যাদের দিনমজুর প্রয়োজন তারা প্রতিদিন এখানে এসে দরদাম করে দিনমজুর কিনে নেন। গতকাল শ্রমের হাট ঘুরে দেখা যায়, ২ শতাধিক দিনমজুর কাজের জন্য অপেক্ষা করছেন। যারা কাজ পাচ্ছেন তারা হাসিমুখে মালিকের সঙ্গে যাচ্ছেন গন্তব্যে। যারা কাজ পাননি তারা হতাশ। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা থেকে বিক্রি হতে এসেছেন আটজন দিনমজুর। এর একজন সবুজ শেখ (৪৩) বলেন, ‘পাট মৌসুমে দুই মাস ভাঙ্গা অঞ্চলে কাজ করেছি। টাকা ভালোই আয় করেছি। এবার এসে দেখছি দাম একেবারেই কম।’ নগরকান্দার সেলিম মিয়া (৫৫) বলেন, ‘বর্তমানে শ্রমের বাজার খুব খারাপ। প্রতিদিন ৩০০ কিংবা ৪০০ টাকায় শ্রম বিক্রি হয়। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি। এ টাকায় সংসার চালানো কষ্ট।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর