শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ছাত্রলীগ নেতা হত্যার আসামি যুবলীগ শ্রমিক লীগ নেতাকর্মী

তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ নেতা শেখ মর্তুজা কাওসার অভি (৩৮) খুনের ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের আট নেতা-কর্মীর নামে থানায় হত্যা মামলা হয়েছে। নিহত অভির স্ত্রী খাদিজা আক্তার লিমা গতকাল মামলাটি করেন। অভিযুক্তরা হলেন- শেরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান শুভ, মির্জাপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শেরপুর শহর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক (রুহান-কারিমুল কমিটি) মো. রকি, শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাপ্পি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এনামুল মুসলিমিন সোহাগ, শহর কমিটির সদস্য আবদুল্লাহ আল মাহমুদ হিমেল, যুবলীগ কর্মী সোহাগ হোসেন (৩০) ও জাহিদ হোসেন। এ ছাড়া আরও আট-নয় জনকে অজ্ঞাত আসামি করা হয়। হিমেল, সোহাগ ও জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাসূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা অভির সঙ্গে ঠিকাদারি ও হাটের ইজারা নিয়ে অভিযুক্তদের বিরোধ চলছিল। বুধবার বিকালে অভি প্রাইভেট কার মেরামতের জন্য উপজেলা পরিষদসংলগ্ন মোজাহিদ মোটর গ্যারেজে যান। পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখান থেকে অভিকে ডেকে গ্যারেজের দক্ষিণ পাশে বাগানে নিয়ে কথা বলছিলেন হিমেল। তখন শরীফ নামে এক যুবক সাধারণ লোকজনকে সেখান থেকে সরিয়ে দেন। এ সুযোগে ওত পেতে থাকা মামলার অন্য অভিযুক্তরা এসে অভির সঙ্গে বাগ্বিতন্ডায় জড়ান এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। প্রাণ বাঁচাতে দৌড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন অভি। পরে রামদা, চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে যান হামলাকারীরা। অভিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর