শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার ২ নম্বর বিয়াঘাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুস্থ শেফালী বেগমের নামে ২০২১-২২ অর্থ বছরে বরাদ্দ ভিজিডি কার্ডের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি সদস্য বেলাল হোসেনের নামে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। শেফালী বেগম বলেন, তিনি বিয়াঘাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামী সাহেব আলী। অভিযোগ রয়েছে, দীর্ঘ ২১ মাস তার নামে বরাদ্দ ভিজিডি কার্ডের চাল ইউপি সদস্য বেলাল গোপনে উত্তোলন করেছেন। ইউপি সদস্য বেলাল হোসেন জানান, ভিজিডি কার্ড চেয়ারম্যান নিজে বরাদ্দ দেন। তিনি এ বিষয়ে কিছুই জানেন না। চেয়ারম্যান মিজানুর রহমান সুজা জানান, পরিষদ থেকে এমন ঘটনার কথা শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর