রবিবার, ২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

অটোরিকশা হ্যালো বাইকের ভাড়া নিয়ে বিড়ম্বনা

মানিকগঞ্জ প্রতিনিধি

অটোরিকশা হ্যালো বাইকের ভাড়া নিয়ে বিড়ম্বনা

মানিকগঞ্জের বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা -বাংলাদেশ প্রতিদিন

মানিকগঞ্জের সর্বত্রই চলছে ব্যাটারিচালিত অবৈধ রিকশা ও হ্যালো বাইক। এসব যানবাহনের চালকরা যাত্রীদের কাছ থেকে যেমন খুশি ভাড়া আদায় করছেন। চাহিদা মতো ভাড়া না দিলে যাত্রীদের হেনস্তার শিকার হতে হয়। বিশেষ করে নারীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন বেশি। পৌরসভা কর্তৃক ভাড়া নির্ধারিত না থাকায় প্রতিদিন রিকশা ও হ্যালোবাইকচালক ও যাত্রীদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত লেগেই থাকছে। একজন আইনজীবী বলেন, আমি বাসস্ট্যান্ড থেকে আইনজীবী সমিতি ভবনের সামনে এসে ভাড়া দিতে গেলে হ্যালোবাইক চালক ১০ টাকা দাবি করেন। ৫ টাকা দিলে তিনি বাজে ব্যবহার করেন। মান-সম্মানের ভয়ে কিছুই বলতে পারলাম না। উল্টো চালক আমাকে ধমকের সুরে বলেন, হ্যালোবাইকে উঠলেই ১০ টাকা দিতে হবে, আগের দিন নেই। সুমাইয়া আক্তার বেনু নামে নামে একজন অভিভাবক বলেন, প্রতিদিন দেবেন্দ্র কলেজের সামনে থেকে গার্লস স্কুলে যেতে রিকশা ভাড়া ১০ টাকা দিয়ে দেই। এখন রিকশাওয়ালা ২০ টাকা দাবি করছেন। মেয়ের কাছে টাকা না থাকায় রিকশাচালক তাকে অসম্মানজনক কথা বলেন। মেয়ে বাসায় এসে কান্নায় ভেঙে পড়ে। ভুক্তভোগীদের দাবি, পৌরসভার উচিত ভাড়া নির্ধারণ করে গুরুত্বপূর্ণ স্থানে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া। সেই সঙ্গে প্রতিটি রিকশা ও হ্যালোবাইকে ভাড়ার তালিকা থাকতে হবে। পৌর মেয়র রমজান আলী বলেন, আগামী মাসের সভায় রিকশা ও হ্যালোবাইক ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। এরপরও কোনো চালক অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর